Site icon Jamuna Television

রিফাত হত্যা মামলার প্রধান আসামি নয়ন বন্ড বন্দুকযুদ্ধে নিহত

আলোচিত বরগুনার রিফাত হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে ‘নয়ন বন্ড’ পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।

মঙ্গলবার ভোর সোয়া ৪টায় বরগুনার পুরাকাটা এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নয়নকে গ্রেফতার করতে বরগুনা সদর উপজেলার বুড়ির চর ইউনিয়নের পুরাকাটা নামক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নয়ন ও তার সহযোগীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে নিহত হয় নয়ন।

এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহানসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, ৩টি রামদা ও কিছু গুলির খোসা।

এদিকে নয়ন নিহত হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন বরগুনার বিভিন্ন স্তরের মানুষ।

Exit mobile version