Site icon Jamuna Television

ভারতে ট্রাম্প কন্যা: নিরাপত্তায় ১০ হাজার কর্মী

ভারতের হায়দ্রাবাদে আজ ‘বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে’ বক্তব্য রাখবেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প। তার নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে ১০ হাজার নিরাপত্তাকর্মী।

৩ দিনব্যাপী সম্মেলনের উদ্বোধনী দিনের মূল বক্তা হিসেবে যোগ দিচ্ছেন, হোয়াইট হাউসের ৩৬ বছর বয়সী এই উপদেষ্টা। প্রথমদিন উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সম্মেলনে ব্যবসায় নারীর ক্ষমতায়নের ওপর জোর দেবেন ইভানকা। একইসাথে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিকাশমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরবেন তিনি। ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর, এটাই ইভানকার একক সবচেয়ে বড় সফর। দু’দেশের আয়োজিত এই সম্মেলনে ৩৮টি রাজ্য থেকে যোগ দেবেন সাড়ে তিনশো প্রশাসনিক কর্মকর্তা। শুধু তাই নয়, থাকবেন ১২শ’র বেশি তরুন উদ্যোক্তা; যাদের বেশিরভাগই নারী।

Exit mobile version