Site icon Jamuna Television

নয়ন বন্ডের মতো বাকি আসামিদের মৃত্যু হোক: রিফাতের বাবা

বরগুনায় প্রকাশ্যে রিফাতকে কুপিয়ে হত্যার প্রধান আসামি আজ নয়ন বন্ড ভোররাতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মারা গেছে। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাকি আসামিদের গ্রেফতার ও একই রকম মৃত্যু কামনা করেন।

মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে রিফাতের বাবা বলেন, আমি আশাবাদী বাকি আসামিরা যারা আছে তারা অচিরেই গ্রেফতার হবে।

এসময় তিনি আরও জানান, নয়ন বন্ডের মতো বাকি আসামিদের এরকম মৃত্যু কামনা করছেন।

জীবিত ধরা পড়লে ভালো হতো কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন,আমার ছেলের যেভাবে মৃত্যু হয়েছে ঐভাবে তাদের মারা হোক। ওদেরকে কুপিয়ে কুপিয়ে মারুক। ওরা আইনের কাঠগড়ায় দাঁড়ালে যেকোন ফাঁক দিয়ে বের হয়ে যাবে। এদের বিচার এরকম না হলে বরগুনার মানুষ কখনই স্বস্তি পাবে না। বরগুনার মানুষের কাম্য এরকম সন্ত্রাসী পৃথিবীতে আর বেঁচে না থাকুক।

Exit mobile version