Site icon Jamuna Television

অনেক খুশি, স্বামীর আত্মা শান্তি পেয়েছে: মিন্নি

বরগুনায় প্রকাশ্যে রিফাতকে কুপিয়ে হত্যার প্রধান আসামি আজ নয়ন বন্ড ভোররাতে পুলিশের সাথে বন্দুক যুদ্ধে মারা গেছে। এ ঘটনায় রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি খুশি হয়েছেন বলে জানিয়েছেন।

মিন্নি বলেন, আমি নিরাপদ ও স্বস্তি অনুভব করছি। বাকি আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদের যেনো ফাঁসি হয়।

নয়ন বন্ডের মৃত্যু নিয়ে মিন্নি বলেন, এ ঘটনা শোনার পর আমি অনেক খুশি। আমার স্বামীর আত্মা শান্তি পেয়েছে।

তিনি আরও বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী ও আইন শৃঙ্খলা বাহীনির কাছে কৃতজ্ঞ। বাকি আসামি যারা আছে তাদেরও যেনো ফাঁসি দেয়া হয়। আর যেনো কোন মা তার ছেলে এভাবে
না হারান। আর কোন স্ত্রী যেনো স্বামীকে না হারান।

প্রসঙ্গত মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে বরগুনার পুরাকাটার পায়ারা নদীর পাড়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন রিফাত হত্যার অন্যতম প্রধান আসামি সাব্বির হোসেন নয়ন ওরফে নয়ন বন্ড।

বরগুনার পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন এ খবর নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, দুটি শটগানের গুলির খোসা এবং তিনটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এএসপি শাজাহানসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন।

নয়ন বন্ডের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version