Site icon Jamuna Television

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে রাঘববোয়ালরা জড়িত: প্রধান বিচারপতি

বঙ্গবন্ধু হত্যার সাথে আরো রাঘব বোয়াল জড়িত ছিল জানিয়ে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, তদন্তের ত্রুটির কারণে তাদের বিচারের মুখোমুখি করা যায়নি।

জাতীয় শোক দিবসে সুপ্রিম কোর্ট মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি বলেন, ‘নথি পর্যালোচনা করে দেখলাম, এই ষড়যন্ত্রের মধ্যে আরও অনেক রাঘরবোয়াল জড়িত ছিল। কিন্তু তদন্তে ত্রুটির জন্য আমরা তাদের আর বিচারে সোপর্দ করতে পারিনি।’

বঙ্গবন্ধু হত্যাকাণ্ড গভীর ষড়যন্ত্রের অংশ ছিল মন্তব্য করে তিনি বলেন, আইন করে বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচারের পথ বন্ধ করা হয়। পরে উচ্চ আদালত সেই বাধা দূর করে।

ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে গণমাধ্যমে কিছু বলবেন না জানিয়ে তিনি বলেন, ‘যা বলার কোর্টে’।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version