Site icon Jamuna Television

ইন্দোনেশিয়ার বালিতে আগ্নেয়গিরির আশপাশের বাসিন্দাদের সরানো হচ্ছে

ইন্দোনেশিয়ায় বালি দ্বীপের মাউন্ট আগুং আগ্নেয়গিরির আশপাশ থেকে বাসিন্দাদের সরিয়ে নেয়ার কাজ শুরু করেছে প্রশাসন। বিপর্যয় এড়াতে এক লাখ বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেয়া হলেও, এখনো অনেকেই রয়ে গেছে সেখানে।

ঘরবাড়ি ও গবাদি পশু ফেলে এলাকা ছাড়তে অনাগ্রহী বাসিন্দারা। কর্তৃপক্ষ বলছে, সতর্কতার মাত্রা সবোর্চ্চ পর্যায়ে থাকার পরও এলাকা ছেড়েছে মাত্র ৪০ হাজার বাসিন্দা। সোমবার, ব্যাপকভাবে শুরু হয় আগুং আগ্নেয়গিরিতে ধোঁয়া ও ছাইয়ের উদগীরণ। দুই মাইল এলাকার আকাশে ছড়িয়ে পড়েছে কালো ধোঁয়া। যেকোনো মূর্হুতেই ভয়াবহ উদগীরন হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি এড়াতে, দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে বালি এয়ারপোর্ট। এতে বালিতে আটকা পড়েছেন বিভিন্ন দেশের প্রায় ৬০ হাজার পর্যটক। গেলো পাঁচ দশক সুপ্ত অবস্থায় থাকার পর, সেপ্টেম্বর থেকে সক্রিয় হতে শুরু করে আগুং আগ্নেয়গিরি।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version