Site icon Jamuna Television

টাঙ্গাইলে ঔষধ গুদাম ঘর সিলগালা

টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলে বিভিন্ন কোম্পানির ঔষধের এজেন্ট ও সরবরাহকৃত ঠিকাদারী প্রতিষ্ঠান শামসুল হক এন্টারপ্রাইজের ঔষধের গুদাম ঘর সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোকনুজ জামান, আল মামুনের নেতৃত্বে শহরের জেলা সদর রোডে এ আদালত পরিচালনা করা হয়।

এসময় জেলা ড্রাগ সুপার ডা, নার্গিস আক্তার উপস্থিত ছিলেন।

ম্যাজিস্ট্রেট আল মামুন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে শামসুল হক এন্টার প্রাইজের গুদাম ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গুদামে বিপুল পরিমান ‘বিক্রি নহে ঔষধ’ ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। এছাড়া ওই গুদামের কোন অনুমতি পত্র নেই ও ভিতরের পরিবেশ ঔষধ সংরক্ষনের উপযোগী নয়। গুদামে রাখা ঔষধের গায়ে মেয়াদের টেম্পারিং পরিলক্ষিত। ঔষধের প্রতিটা প্যাকেটে পুলিশ হসপিটাল সিল দেওয়া ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া যায়। যা ঔষধ আইন ১৯৪০ সালের ১৮ ধারায় আইন ভঙ্গ হয়েছে। এ কারণে ২৭ ধারায় নগদ দুই লক্ষ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে ও গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে।

Exit mobile version