Site icon Jamuna Television

মৃত্যুর কাছে হেরে গেল কেরোসিন স্টোভের আগুনে দগ্ধ সেই ছাত্রী

স্টাফ রিপোর্টার,নাটোর
নাটোর শহরের বড়গাছা এলাকার একটি ছাত্রীনিবাসে কেরোসিনের চুলা বিস্ফোরণে দগ্ধ হওয়া সানজিদা আক্তার (১৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোরে মারা গেছেন। সানজিদা খাতুন লালপুর উপজেলার আব্দুলপুর এলাকার শাহাবুদ্দিনের মেয়ে। সে নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ছিল।

এদিকে, সানজিদার মৃত্যুতে পরিবারের পাশাপাশি তার কলেজে শোকের ছায়া নেমে এসেছে। গত ২৭জুন শহরের বড়গাছা এলাকার জ্যোতি ছাত্রী নিবাসে রান্না করার সময় কোরোসিনের স্টোভ বিস্ফোরণে এনএস সরকারী কলেজের শামিমা, সানজিদা ও ফাতেমা নামে ৩ কলেজ ছাত্রী অগ্নিদগ্ধ হয়। এতে শামীমা ও সানজিদার শরীরের ৬০থেকে ৬৫ শতাংশ পুড়ে যায়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহীর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে সানজিদা আক্তার এবং শামিমা খাতুনকে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায ছয় দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মঙ্গলবার ভোরে সে মৃত্যুর কাছে হার মানে। বিষয়টি নিশ্চিত করেছেন সানজিদার বান্ধবি শামীমার ভাই আকরাম হোসেন।

Exit mobile version