Site icon Jamuna Television

এটিএম শামসুজ্জামানকে দেখতে গেলেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ডাকা হরতালে জনগণ সাড়া দেবে না। অভিনেতা এটিএম শামসুজ্জামানকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে দেখতে এসে তিনি একথা বলেন।

সকাল এগারোটার কিছু পরে বঙ্গবন্ধু মেডিকেলে আসেন ওবায়দুল কাদের। অসুস্থ এটিএম শামসুজ্জামানের স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি। পরে সাংবাদিকদের সাথে আলাপে ওবায়দুল কাদের বলেন, যৌক্তিক কারণেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। বিরোধী দল বিরোধিতা করবে এটাই স্বাভাবিক। তবে গ্যাসের দাম বৃদ্ধিকে সাধারণ মানুষ সহজভাবেই নিবে বলে আশা তার। আশ্বস্ত করেন, দুর্ভোগ ভোগান্তি যেন না হয় এ ব্যাপারে খেয়াল রাখা হবে।

Exit mobile version