Site icon Jamuna Television

টস জিতে ব্যাটিংয়ে ভারত, মাহমুদুল্লাহ’র জায়গায় সাব্বির

বাংলাদেশ-ভারতের আজকের ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। সেমিফাইনালে খেলতে হলে আজকের ম্যাচে অবশ্যই জিততে হবে বাংলাদেশকে।

এদিকে বাংলাদেশের দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। ফিটনেস টেস্টে পাশ না করায় মাহমুদুল্লাহ খেলছেন না আজকের ম্যাচে। তার পরিবর্তে খেলবে সাব্বির রহমান। অপরদিকে মেহেদী হাসানের বদলে খেলছে রুবেল হোসেন।

স্বাগতিকদের বিপক্ষে এজবাস্টনে ৩১ রানে হেরেছে বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে থাকা ভারত। এ ম্যাচ ছাড়া টুর্নামেন্টে এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি তারা। সাত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে কোহলি বাহিনী। বাংলাদেশের বিপক্ষে জিতে বিশ্বকাপ সেমিফাইনাল নিশ্চিত করতে চায় ওরা।

ভারতের দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। কুলদিপ যাদবের বদলে ভুবনেশ্বর কুমার ও কেদার যাদবের বদলে দিনেশ কার্তিক খেলবেন।

Exit mobile version