Site icon Jamuna Television

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

জনগণের দাবি অগ্রাহ্য করে গ্যাসের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ।

দুপুরে নয়াপল্টনে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিন আয়োজিত এক বিক্ষোভ মিছিল শেষে একথা বলেন রিজভী। এসময় তিনি বলেন, বিনা প্রতিবাদে গ্যাস বিদ্যুতের দাম বাড়াতেই খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে। জনগনের ভোটে নির্বাচিত নয় বলেই সাধারনের দু:খ কষ্ট বুঝেনা সরকার। নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতির সাথে গাসের দাব বাড়ানোয় মানুষ এখন দিশেহারা বলে উল্লেখ করেন রিজভী।

এর আগে পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয়নগর মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।

Exit mobile version