Site icon Jamuna Television

রোহিত শর্মার সহজ ক্যাচ ছাড়লেন তামিম

সেমিফাইনালে উঠার গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত শর্মার ক্যাচ ফেলে দিলেন তামিম ইকবাল। ভারতের ভালো সূচনা করার পর একটা সুযোগ হাতছাড়া করলো বাংলাদেশ। দলীয় ৫ ওভার ও মোস্তাফিজের ২য় ওভারের ৪র্থ বলে ক্যাচ উঠায় রোহিত। কিন্তু সেই সহজ ক্যাচ ছেড়ে দেয় তামিম।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ওভারের ভারতের সংগ্রহ ৩০। রোহিত শর্মা ১৮, রাহুল ১০ রানে ব্যাট করছে। এর আগে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত।

এদিকে বাংলাদেশের দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। ফিটনেস টেস্টে পাশ না করায় মাহমুদুল্লাহ খেলছেন না আজকের ম্যাচে। তার পরিবর্তে খেলবে সাব্বির রহমান। অপরদিকে মেহেদী হাসানের বদলে খেলছে রুবেল হোসেন।

ভারতের দলে দুটি পরিবর্তন আনা হয়েছে। কুলদিপ যাদবের বদলে ভুবনেশ্বর কুমার ও কেদার যাদবের বদলে দিনেশ কার্তিক খেলবেন।

Exit mobile version