রাঙ্গামাটির চন্দ্রঘোনায় মা-মেয়েকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। রাতে রাইখালী ইউনিয়নের আগাপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন ষাটোর্ধ্ব ম্রা সাং খই মারমা ও তার মেয়ে মে সাংনু মারমা।
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ছুফি উল্লাহ জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে সেনাবাহিনী ও চন্দ্রঘোনা পুলিশের একটি দল দুর্গম ওই এলাকা থেকে মরদেহ উদ্ধার করে।
স্বজনরা জানায়, নিহত মা এর স্বামী ও মেয়ে জামাই এর আগে মারমা লিবারেশন পার্টি ‘এমএলটি’র সক্রিয় সদস্য ছিল। সম্প্রতি সেই দল ত্যাগ করে পাহাড়ের একটি আঞ্চলিক রাজনৈতিক দলে যোগ দেয় তারা। এতে ক্ষিপ্ত হয়ে এমএলটি’র সশস্ত্র সন্ত্রাসীরা এই হামলা চালায়। এই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

