Site icon Jamuna Television

দ্রুতই ফিরে গেলো তামিম-সৌম্য

সেমিফাইনালে ওঠার বাঁচা-মরার গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের করা ৩১৪ রান তাড়া করতে নেমে তামিম ইকবাল ও সৌম্য সরকারের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়েছে টাইগাররা। ৯.৩ ওভারে দলীয় ৩৯ রানে ফেরেন তামিম ইকবাল। এবারের বিশ্বকাপে এখনও নিজের স্বভাবসূলভ ব্যাটিং করতে পারেননি দেশসেরা এ ওপেনার। ৩১ বলে ২২ রান করে আউট হন তিনি।

তামিম ইকবাল আউট হওয়ার পর ৩৫ রানের ব্যবধানে ফেরেন অন্য ওপেনার সৌম্য সরকার। তার আগে ৩৮ বলে চারটি বাউন্ডারিতে ৩৩ রান করেন সৌম্য।

এখন পর্যন্ত টাইগারদের সংগ্রহ ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৪ রান। মাঠে আছেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহমান।

এর আগে, এজবাস্টনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বিরাট কোহলি। রোহিত শর্মার সেঞ্চুরির সুবাদে ভারত সংগ্রহ করে ৩১৪ রান। টাইগারদের জিততে হলে লাগবে ৩১৫ রান।

Exit mobile version