Site icon Jamuna Television

১২ ঘণ্টার চেষ্টায় শ্রীপুরের স্পিনিং মিলের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের শ্রীপুরে অটো স্পিনিং মিলের তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার নয়নপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থিত ওই কারখানায় এ ঘটনা ঘটে।

তবে এরমধ্যে আগুনে প্রাণ গেছে এক প্রহরীর। এ ছাড়া নিখোঁজ আছেন আরও ৭ জন। এই মিলে অন্তত ১ হাজার শ্রমিক ছিলেন। যাদের বেশীরভাগই বেরিয়েছেন নিজে নিজেই। এ ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। কমিটিকে ৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Exit mobile version