Site icon Jamuna Television

পাবনায় শেখ হাসিনার ট্রেনবহরে হামলা: ৯ জনের ফাঁসির আদেশ

পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে বোমা হামলার ঘটনায় অভিযুক্ত ৯ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া আরও ২৫ জনের যাবজ্জীবন দণ্ড দেয়া হয়েছে।

আজ বুধবার দুপুরে জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন পাবনা আমলি আদালত ১-এর বিচারক রোস্তম আলী।

সকাল পৌনে ৯টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মামলায় জেল-হাজতে থাকা ৩২ আসামিকে পাবনা জেলা ও দায়রা জজ আদালতে আনা হয়।

আলোচিত এই মামলার রায় উপলক্ষে আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালত চত্বরে ভিড় করছেন উৎসুক জনতা ও আসামিদের স্বজনরা।

মামলার ৫২ জন আসামির মধ্যে ছয়জন মারা গেছেন। গত রোববার ৩০ জন আসামি জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং বাকি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা সাংগঠনিক সফরে খুলনা থেকে রাজশাহী অভিমুখে ট্রেনযোগে বের হন। পথে ঈশ্বরদী স্টেশনে তার একটি নির্ধারিত পথসভা ছিল। তাকে বহনকারী ট্রেনটি পাকশী স্টেশনে পৌঁছার পরপরই ওই ট্রেনে ব্যাপক গুলিবর্ষণ ও বোমা হামলা চালানো হয়।

Exit mobile version