Site icon Jamuna Television

নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ক্ষমা চাইলেন দালাই লামা

নারীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ক্ষমা চাইলেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা।
সম্প্রতি বিবিসিকে সাক্ষাৎকার দেন এই শীর্ষ বৌদ্ধ নেতা। সেখানে নিজের উত্তরসূরী হিসেবে কোনও নারীর মনোনীত হওয়ার সম্ভাবনা নিয়ে বিতর্কিত মন্তব্য করেন। বিবিসির প্রশ্নের উত্তরে দালাই লামা বলেন, কোনো নারী আকর্ষনীয় ও সুন্দরী হলেই তার উত্তরসূরী হতে পারবেন। এমন মন্তব্যের জেরে সমালোচনার ঝড় ওঠে বিশ্বজুড়ে। মঙ্গলবার দালাই লামা’র কার্যালয় থেকে বিবৃতি দিয়ে ওই মন্তব্যের ব্যাখ্যা দেওয়া হয়। তাতে বলা হয়, নিছকই মজা করে ওই উত্তর দেয়া হলেও, সাধারণ মানুষ আঘাত পাওয়ায় সেটি প্রত্যাহার করা হলো।

Exit mobile version