Site icon Jamuna Television

আশুলিয়ায় দেয়াল ধসে শিশু নিহত

আশুলিয়ায় বিস্ফোরণে ঘরের দেয়াল ধসে দেড় বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছেন ৪ জন। ধারণা করা হচ্ছে গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়।

কাঠগড়ার দোকাটি এলাকায় একটি একতলা ভবনে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে বিকট শব্দ শুনতে পান তারা। বিস্ফোরণে ঘরের দেয়াল ভেঙে পড়ে। চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় দেড় বছরের শিশু তাসিম হোসেন। আহত হন আরও ৪ জন। দ্রুত তাদের উদ্ধার করে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আহতরা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস ও পুলিশ। কর্মকর্তাদের ধারণা গ্যাস পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়।

Exit mobile version