Site icon Jamuna Television

এরশাদের শারিরীক অবস্থা অপরিবর্তিত, তবে অবনতি হয়নি: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট এইচ এম এরশাদের শারিরীক অবস্থা এখনো অপরিবর্তিত; তবে অবনতি হয়নি বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। দুপুরে বনানীতে আয়োজিত ব্রিফিং-এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

তিনি বলেন, চিকিৎসকরা জানিয়েছেন এইচ এম এরশাদ এখনো শঙ্কামুক্ত নন। তবে কিছু কিছু ক্ষেত্রে তার শারিরীক অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন চোখ মেলে তাকাচ্ছেন ও হাত নাড়াচ্ছেন বলে জানান জিএম কাদের। এরশাদের ফুসফুসের ইনফেকশন ও কিডনির জটিলতা কিছুটা কমে এসেছে।তবে খাবার হজমে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই মুহুর্তে স্বাভাবিক অক্সিজেন কিছুক্ষণ ও আন্ডার প্রেসার অক্সিজেন কিছুক্ষণ করে দেয়া হচ্ছে। এইচ এম এরশাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান জিএম কাদের।

Exit mobile version