Site icon Jamuna Television

বিক্ষুব্ধ ছাত্রদল নেতা‌দের দু:খ প্রকাশ, ভারপ্রাপ্ত চেয়ারম্যা‌নের নি‌র্দেশ পাল‌নে অঙ্গীকার

ছাত্রদলের কমিটি পুনর্গঠন নিয়ে গেলো কিছুদিন নয়াপল্টনের বিএনপি কার্যালয়ে অনাকাঙ্খিত ঘটনার জন্য দু:খ প্রকাশ করেছেন দল থেকে বহিস্কৃতরা।
দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছাত্রদলের সাবেক নেতারা বলেন দলের সিদ্ধান্তে অনুগত থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।পল্টনে যেসব অপ্রীতিকর ঘটনা ঘটেছে তার সাথে ছাত্রদলের বিলুপ্ত কমিটির নেতারা জড়িত নয় দাবি করে তারা বলেন স্বার্থেন্বেষী কোনো মহল এসব ঘটনা ঘটাতে পারে।সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের কোনো প্রশ্নের জবাব না দিয়েই স্থান ত্যাগ করেন সদ্য বহিস্কৃত নেতারা।

Exit mobile version