Site icon Jamuna Television

মডার্ন হারবালকে ৭৫ লাখ টাকা জরিমানা

রাজধানীর ডেমরার বিভিন্ন অনিয়মের অভিযোগে মডার্ণ হারবালকে ৭৫ লাখ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রতিষ্ঠানটি সাময়িক সিলগালা করে দেয়া হয়েছে।

বুধবার সকালে কোনাপাড়া এলাকায় ভেজাল ওষুধ তৈরির কারখানার বিরুদ্ধে অভিযানে নামে র‍্যাব। মডার্ন হারবালের ৪০০ টি প্রোডাক্টের কোনটিতেই নুন্যতম মান নিয়ন্ত্রণ হয়নি বলে জানান র‍্যাব কর্মকর্তারা।

একই সাথে মডার্ণ হারবাল গ্রুপের ইউনানী ওষুধ তৈরির অনুমোদন থাকলেও ছিল না ভোগ্যপণ্য তৈরি অনুমোদন। তবে তা উপেক্ষা করেই তারা ভোগ্যপণ্য ও বিভিন্ন ধরনের প্রসাধনী তৈরির অভিযোগ পাওয়া যায়। অভিযানে র‍্যাবের সাথে ওষুধ প্রশাসনের একটি দলও অংশ নেয়।

Exit mobile version