Site icon Jamuna Television

রাজধানীর তিন রাস্তায় রোববার থেকে রিকশা চলাচল বন্ধ

রাজধানীর কুড়িল-সায়েদাবাদ, গাবতলী-আজিমপুর ও সায়েন্সল্যাব-শাহবাগ সড়কে বন্ধ হচ্ছে রিকশা চলাচল। আগামী রোববার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

বুধবার নগর ভবনে ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথরিটির (ডিটিসিএর) সঙ্গে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

ডিএসসিসি মেয়র বলেন, ঢাকা শহরের সড়কে যানবাহনের শৃঙ্খলা ফিরিয়ে আনতে ডিটিসিএর একটি কমিটি গঠিত হয়। এই কমিটির প্রথম বৈঠক ছিল আজ।

তিনি বলেন, বৈঠকে ঢাকা শহরের বিভিন্ন সড়ক থেকে রিকশা, লেগুনা, হিউম্যান হলারসহ বিভিন্ন অবৈধ এবং অনুমোদনহীন যানবাহন চলাচল বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এরই অংশ হিসেবে রাজধানীর কুড়িল থেকে খিলগাঁও, রামপুরা হয়ে সায়দাবাদ এবং গাবতলী থেকে আসাদগেট মিরপুর রোড হয়ে আজিমপুর ও সাইন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত সড়কে রিকশাসহ অন্য সব অবৈধ যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আগামী রোববার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

Exit mobile version