Site icon Jamuna Television

সাত দিনের রিমান্ডে রিফাত ফরাজি

বরগুনায় প্রকাশ্যে রিফাতকে কুপিয়ে হত্যা মামলায় ২ নম্বর আসামি রিফাত ফরাজিকে সাত দিনের রিমান্ডে নেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এরআগে সকালে বরগুনায় এক সংবাদ সম্মেলনে বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম জানান, রাতে বরগুনা থেকে রিফাত ফরাজিকে আটক করা হয়। এ নিয়ে আলোচিত এই হত্যা মামলায় গ্রেফতার হলো ১০ জন। এদের মধ্যে দুইজন গেল সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এছাড়া গ্রেফতারকৃত সাগর, সাইমুন ও নাজমুল হাসানকে ৫ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল এই মামলার প্রধান আসামি সাব্বির আহম্মেদ নয়ন ওরফে নয়ন বন্ড ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করার দাবি করে পুলিশ।

Exit mobile version