Site icon Jamuna Television

গাছ খাওয়ার অপরাধে জেলে যেতে হলো ৮ গাধাকে

গাধাকে টানতে হলো জেলের ঘানি! এও কী সম্ভব? এমন অসম্ভব ঘটনায় ঘটেছে ভারতের উত্তর প্রদেশের জলৌন জেলার উরাই কারাগারে।

গত শুক্রবার খিদের জ্বালা সইতে না পেরে আট গাধা মিলে সাবাড় করে দিল কারাগারের সামনে লাগানো বাহারি গাছ। আর তা দেখে পিত্তি জ্বলে গেল কারাগার কর্তৃপক্ষের। আর ওমনি পুলিশ গিয়ে পাকড়াও করলো আট গাধাকে।

খবর শুনে গাধার মালিক কমলেশ এসে সেগুলোকে ছাড়াতে চান। এতে কাজ হয়নি। পরে, ক্ষমতাসীন বিজেপি’র এক রাজনীতিবিদের হস্তক্ষেপে সোমবার গাধাগুলো ছেড়ে দেয়া হয়।

গত দু’দিন ধরে আমি আমার ঘোড়া ও গাধাগুলোকে খুঁজে পাচ্ছি না। একসময় জানতে পারলাম তারা জেলে। তখন আমি স্থানীয় বিজেপি নেতাদের সাহায্য চাই, জানান গাধাগুলোর মালিক কমলেশ।

আর কারাগারের এক কনস্টেবল মিশ্র জানান, মূল্যবান বাহারি গাছ খেয়ে ফেলার কারণেই গাধাগুলোকে এমন শাস্তি দেওয়া হয়েছে।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version