Site icon Jamuna Television

কার পার্কিংয়ের জায়গায় সব অবৈধ স্থাপনা ৬ মাসের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ

ঢাকা শহরের রাস্তার পাশের ভবনগুলোতে রাজউক অনুমোদিত কার পার্কিংয়ের জায়গায় থাকা সব অবৈধ স্থাপনা আগামী ৬ মাসের মধ্যে ভেঙে ফেলার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।

বুধবার রিটের চূড়ান্ত শুনানিতে এ বিষয়ে জারি করা রুল নিষ্পত্তি করে হাইকোর্টের বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ে আদালত বলেন, বাসাবাড়ির নিচে কার পার্কিংয়ের জায়গাগুলোতে যারা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন, তাদেরকে ৩০ দিনের মধ্যে সরে যেতে ইংরেজি ও বাংলা পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে রাজউককে। এ সময়ের মধ্যে যদি তারা সরে না যায়, তাহলে রাজউকসহ অন্যান্য বিবাদীরা মিলে ছয় মাসের মধ্যে ঢাকা শহরের রাস্তার পাশে ভবনে থাকা কার পার্কিংয়ের জায়গা যারা ব্যবহার করছেন, তাদের উচ্ছেদ করবে।

Exit mobile version