Site icon Jamuna Television

এক বাসের ধাক্কায় আরেক বাস রাস্তার পাশে, আহত ২০

ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরের কাটাখালী নামক স্থানে একটি যাত্রীবাহী বাস অপর একটি বাসের ধাক্কায় রাস্তার পাশে উল্টে গেলে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছে। আজ সকাল ১১ টার দিকে কালীগঞ্জ-জীবননগর মহাসড়কের কাটাখালী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর। তাদের কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত যাত্রীরা জানায়, কালীগঞ্জ থেকে শাপলা পরিবহনের একটি বাস মহেশপুর যাচ্ছিল। এ সময় কাটাকালী নামকস্থানে অপর দিক থেকে আসা রয়েল পরিবহনের যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে। এ সময় বাসের ২০ জন যাত্রী আহত হয়। এর মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর।

মহেশপুর থানার ওসি রাশেদুল ইসলাম রাশেদ জানান, স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে কোটচাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছে।

Exit mobile version