Site icon Jamuna Television

নওগাঁয় ফেন্সিডিলসহ আটক ৩

নওগাঁয় ৩শ ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

বুধবার তাদের আটক করা হয়। আটককৃতরা হল, চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার আয়েশ উদ্দিন (৬২) একই উপজেলার সাদিকুল ইসলাম (৩৫) এবং শফিকুল ইসলাম (৩৮)।

আজ বেলা ২টায় জেলা পুলিশ লাইনে পুলিশ সুপার ইকবাল হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, ডিবির এসআই মিজানুর রহমান মিজান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে জেলার মান্দা উপজেলার ফেরীঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩টি নীল রঙের জারকিনের মধ্যে অভনব কায়দায় রাখা ৩শ ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করা হয়।

উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্য ৩লক্ষ ৫০ হাজার টাকা।

Exit mobile version