Site icon Jamuna Television

কিউইদের ৩০৬ রানের টার্গেট দিলো ইংলিশরা

নিউজিল্যান্ডকে ৩০৬ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। বিশ্বকাপের আজকের ম্যাচে ডারহ্যামের মাঠে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইংলিশ অধিনায়ক ইয়ান মরগান। অধিনায়কের সিদ্ধান্ত স্বাগত জানিয়ে দলের জন্য উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার জেসন রয় ও জনি বেয়ারস্টো।

গত ম্যাচের মতো এই ম্যাচেও সেঞ্চুরি তুলে নেন বেয়ারস্টো। হেনরির বলে বোল্ড হয়ে ফিরে যাওয়ার আগে তিনি ৯৯ বলে ১০৬ রান করেন তিনি। এর আগে, রয় ৬১ বলে ৬০ রান করে নিশামের শিকার হয়ে সাজঘরে ফিরে যান। উদ্বোধনী জুটিতে তারা রান করেন ১২৩ রান।

শেষের দিকে মরগানের ৪২ রানের ওপর ভর করে দলীয় ৩০৫ রান সংগ্রহ করেন ইংলিশরা।

শুরুর দিকে খেই হারিয়ে ফেললেও ম্যাচের মাঝামাঝি থেকে কিইউ বোলাররা ম্যাচের হাল ধরেন। তাদের দৃঢ়তায় রানের চাকা আর বাড়াতে পারেনি ইংল্যান্ড ব্যাটসম্যানরা। ইংলিশরা ৩০ ওভারে ২০০ রান পার করলেও নির্ধারিত ৫০ ওভার শেষে তারা ৩০৫ রান করে।

কিইউ বোলারদের মধ্যে বোল্ট, নিশাম, হেনরি ২টি করে উইকেট নেন। আর একটি করে উইকেট নেন স্যান্টনার ও সাউদি।

Exit mobile version