Site icon Jamuna Television

সেমিফাইনালে যেতে বাংলাদেশকে ৩১১ রানে হারাতে হবে পাকিস্তানকে!

বিশ্বকাপের হাইভোল্টেজ পর্ব হচ্ছে সেমিফাইনাল। আর এই পর্ব খেলতে দুর্দান্ত লড়াই করে যাচ্ছে কয়েকটি দল। তার মধ্যে আনপ্রেডিক্টেবল পাকিস্তান অন্যতম। এদিকে, আজ নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ইংল্যান্ড। যার কারণে পাকিস্তানকে সেমিফাইনাল খেলতে হলে বাংলাদেশের বিপক্ষে জিততে হবে কমপক্ষে ৩১১ রান ব্যবধানে!

আর যদি বাংলাদেশ টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, তা মাত্রই বিশ্বকাপ থেকে বিদায় ঘণ্টা বেজে যাবে পাকিস্তানের। তবে পাকিস্তান যদি আগে ব্যাটিং করে, তাহলে তাদেরকে জিততে হবে ৩১১ রান ব্যবধানে।

যদি পাকিস্তান আগে ব্যাটিং করে ৩৫০ রান সংগ্রহ করে তাহলে বাংলাদেশকে ৩৮ রানের মধ্যে অল-আউট করতে হবে তাদেরকে। সেক্ষেত্রে পাকিস্তান যদি ৪০০ রান করে তাহলে বাংলাদেশকে অল-আউট করতে হবে ৮৪ রানে।

তাই পাকিস্তানকে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে অবশ্যই আগে টসে জিতে ব্যাটিং করতে হবে এবং সংগ্রহ করতে হবে বিশাল স্কোর। আর যদি টসেই হেরে যায়, বাংলাদেশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, তাহলে আর কোনো আশাই থাকবে না পাকিস্তানের। বিদায় নিতে হবে বিশ্বকাপের এবারের আসর থেকে।

Exit mobile version