Site icon Jamuna Television

৪৪ বছর পর কোপার ফাইনালে পেরু

৪৪ বছর পর আবারো ফাইনালে উঠলো পেরু। আসরের ২য় সেমিফাইনালে টানা দুই বারের বর্তমান চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নেয় পেরু।

এখন পর্যন্ত কোপার দুটি শিরোপা ঘরে তোলা পেরু নিজেদের শেষ ফাইনাল আর শিরোপা জিতেছিলো ১৯৭৫ সালে। সবশেষ ২০১১ আর ২০১৫তে সেমিফাইনালে উঠলেও এর বেশি এগুনো হয়নি তাদের। তাই চিলির বিপক্ষে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্নক ছিলো তারা। প্রথমার্ধেই তারা এগিয়ে যায় ২-০ গোলে। ম্যাচের ২১ মিনিটে পেরুকে লিড এনে দেন ফ্লোরেস। ৩৮ মিনিটে চিলির গোলরক্ষক পোস্ট ছেড়ে বেরিয়ে আসলে কারিল্লোর ক্রসে স্কোর শিটে নাম তোলেন ইয়োতুনে। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে একাধিক আক্রমণ করলেও কখনো গোলরক্ষক আবার কখনো পোস্ট বাধা হয়ে দাঁড়ায় চিলির সামনে। বিপরীতে ম্যাচের অতিরিক্ত সময়ে পালটা আক্রমণে গুয়েরেরোর গোলে ফাইনালের জায়গা নিশ্চিত হয়ে যায় পেরুর। অতিরিক্ত সময়ের শেষ মুহুর্তে একটি পেনাল্টিও পায় চিলি। কিন্তু ভারগাসের নেয়া শট পেরু গোলরক্ষক গাল্লেসে ফিরিয়ে দিয়ে ৩-০ র জয় নিশ্চিত করেন। ফাইনালে রবিবার রাত ২টায় স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে পেরু।

Exit mobile version