Site icon Jamuna Television

ছিনতাই করে গাছে লাশ ঝুলিয়ে রাখলো দুর্বৃত্তরা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে হোসেন আলী (৬৫) নামের এক গরু ব্যবসায়ীকে হত্যা করে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা। নিহত হোসেন আলী কালীগঞ্জ পৌরসভার বাবরা গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বাবরা মাঠের একটি বাগানের আমগাছ থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। পুলিশ ধারণা করছে তাকে হত্যার পর পা বেধে গাছের সাথে ঝুলিয়ে রেখেছে দুর্বৃত্তরা।

নিহত হোসেন আলীর দুলাভাই ভিকু আলী জানান, বুধবার বিকালে গান্না যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এর পর থেকে সে নিখোঁজ ছিল। সকালে মাঠে কৃষকরা হোসেন আলীর লাশ গাছে ঝুলতে দেখে তাদের খবর দেয়।

তিনি বলেন, পেশাই গরু ব্যবসায়ী গান্না থেকে ৬০ হাজার টাকা বাড়িতে আনার কথা বলে বের হয়েছিলেন। তাদের ধারণা টাকা ছিনতাই করে তাকে হত্যা করা হয়েছে। যেখানে হোসেন আলীকে হত্যা করা হয়েছে তার পাশেই একটি ব্যাগে আম, ছাতা ও পায়ের জুতা পড়ে রয়েছে।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী জানান, আম গাছ থেকে আমরা লাশ উদ্ধার করে পুলিশ। হোসেন আলীর পা বাধাঁ ও মুখের মধ্যে রুমাল ঢোকানো রয়েছে। কি কারণে হত্যা করা হয়েছে তা পুলিশ তদন্ত করছে।

Exit mobile version