Site icon Jamuna Television

মেক্সিকো সীমান্তে ২০ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসনপ্রত্যাশী আটক

যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে মেক্সিকো সীমান্তে ২০ বাংলাদেশিসহ শতাধিক অভিবাসনপ্রত্যাশীকে আটক করেছে ন্যাশনাল গার্ড। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বুধবার, দক্ষিণ গুয়াতেমালা সীমান্তে নিরাপত্তা জোরদার করে মেক্সিকান সীমান্তরক্ষীরা। অভিবাসনপ্রত্যাশীদের ঢল ঠেকাতে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির অংশ হিসেবেই নেয়া হয় এ পদক্ষেপ। জানা গেছে, স্থানীয় নদী পেরোনোর সময় প্রায় ১২০ জন অনুপ্রবেশকারীকে আটক করে মেক্সিকান সীমান্তরক্ষী। এদের মধ্যে ২০ জন বাংলাদেশি; বাকিরা মধ্য আমেরিকার বিভিন্ন দেশের নাগরিক। অভিবাসী হিসেবে তাদের বৈধতা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের চাপের মুখে সম্প্রতি অনুপ্রবেশকারীদের ট্রানজিট রুট বন্ধে তৎপরতা জোরদার করে মেক্সিকো।

Exit mobile version