Site icon Jamuna Television

হন্ডুরাসে মাছ ধরার নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

হন্ডুরাসে মাছ ধরার নৌকা ডুবে প্রাণ গেছে অন্তত ২৬ জনের। এ ঘটনায় জীবিত উদ্ধার হয়েছে ৪৭ জন। বুধবার, ক্যারিবিয়ান উপকূলবর্তী মস্কুইশিয়ার পূর্বাঞ্চলে হয় এ নৌকাডুবি।

উদ্ধারকৃত মরদেহ এবং জীবিত উদ্ধার ব্যক্তিদের নিকটবর্তী পুয়ের্তো লেম্পিরা শহরে নেয়া হয়েছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ধারণক্ষমতার অতিরিক্ত আরোহী ছিল ৭০ টন ওজনের নৌকাটিতে। মাছ ধরার মৌসুম শুরু হওয়ায় চিলি সরকারের নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার সাথে সাথেই দেশটিতে মাছ ধরার হিড়িক শুরু হয়। একইদিন ওই একই এলাকায় ডুবে যায় আরেকটি যাত্রীবোঝাই মাছ ধরার নৌকা, যদিও তাতে কোনো প্রাণহানি হয়নি।

Exit mobile version