Site icon Jamuna Television

নয়ন বন্ড একদিনে তৈরি হয়নি, তাকে তৈরি করা হয়েছে: হাইকোর্ট

বরগুনায় নয়ন বন্ড একদিনে তৈরি হয়নি। তাকে তৈরি করা হয়েছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। তার পেছনে কারা রয়েছে তা খতিয়ে দেখার নির্দেশও দিয়ছেন হাওকোর্ট।

স্ত্রীর সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনার অগ্রগতি বিষয়ে সকালে বরগুনা জেলার ডিসি ও এসপির প্রতিবেদন হাইকোর্টে জমা দেয়া হয়। প্রতিবেদন হাতে পেয়ে এ মন্তব্য করে হাইকোর্ট। মামলার পাঁচ আসামি ও সন্দেহভাজন ৬ জনসহ মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বাকিদের গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও জানানো হয়েছে প্রতিবেদনে। প্রতিবেদনের অগ্রগতির শুনানিতে আদালত সন্তোষ প্রকাশ করেন।

হত্যার বিষয়টি পুলিশকে নিজের মত তদন্ত করার নির্দেশ দেন আদালত। এরআগে গত ২৭ জুন রিফাত হত্যা মামলার প্রতিবেদনের অগ্রগতি জানানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।

Exit mobile version