Site icon Jamuna Television

এরশাদ বেশির ভাগ সময় অচেতন থাকছেন : জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের শারিরীক অবস্থা অপরিবর্তিত; তবে উন্নতির আশা করছেন তার চিকিৎসকরা। দুপুরে বনানীতে তার স্বাস্থ্য বিষয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।

জিএম কাদের বলেন, টানা চারদিন ধরে এইচ এম এরশাদের অবস্থা অপরিবর্তিত। তবে এই অপরিবর্তিত থাকাটা শুভ লক্ষণ নয় বলেও জানিয়েছেন তার চিকিৎসকরা। পার্টির চেয়ারম্যানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জিএম কাদের।

তিনি বলেন, এই মুহুর্তে দেশের বাইরে নেয়ার মতো অবস্থা নেই তার। তবে বিদেশি চিকিৎসকদের পরামর্শ নিয়েই তার চিকিৎসা চলছে বলে জানান জানান তিনি। জিএম কাদের বলেন, তিনি বেশির ভাগ সময় অচেতন থাকছেন; জ্ঞানে থাকছেন খুবই কম সময়।

Exit mobile version