Site icon Jamuna Television

অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে যৌন হয়রানী মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর

dav

ফেনী প্রতিনিধি
আলোচিত মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় আজ ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে নৈশ প্রহরী মো. মোস্তফা সাক্ষ্য দিয়েছেন। আসামি পক্ষের আইনজীবীরা তাকে জেরা করেছেন।

এদিকে গতকাল নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানির মামলায় চার্জশিট দাখিল করেছে পিবিআই। আজ ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করেন। অভিযোগপত্র গ্রহণ হবে কি-না এবিষয়ে শুনানি হবে ৯ জুলাই। দাখিলকৃত ১০ পৃষ্ঠার চার্জশিটে একমাত্র আসামি সোনাগাজী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলা।

নুসরাতকে যৌন হয়রানি মামলার তদন্তকারী কর্মকর্তা ও পিবিআই ফেনী পরিদর্শক শাহ আলম জানান, ২৭ মার্চ অধ্যক্ষ সিরাজউদ্দৌলা নুসরাতকে তার কক্ষে ডেকে নিয়ে শ্লীলতাহানি করে। পরে নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ অধ্যক্ষকে আটক করে। পরে পুলিশ সদর দপ্তর থেকে মামলাটি পিবিআইকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। পিবিআই ৯৬ দিনের মাথায় গতকাল আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১০ পৃষ্ঠার অভিযোগপত্রে ডাক্তার ও পুলিশসহ মোট ২৯ সাক্ষী রয়েছে।

Exit mobile version