Site icon Jamuna Television

গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মালবোঝাই ট্রাকের ধাক্কায় ব্যাটারীচালিত অটোরিকশার যাত্রী রাজু মিয়া (৩০) নিহত হয়েছেন। এসময় চালকসহ আহত হয়েছেন আরও ৩ জন।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০ টার দিকে গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া হ্যালীপ্যাড নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু মিয়া গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের শাকপালা গ্রামের জোনাব আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্যাটারী চালিত অটোরিকশা ৪-৫ জন যাত্রী নিয়ে গোবিন্দগঞ্জে যাচ্ছিল। হেলিপ্যাড এলাকায় পৌঁছলে রংপুরগামী অজ্ঞাত মালবোঝাই ট্রাক হঠাৎ করে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই মারা যায় রাজু মিয়া। এসময় চালকসহ আরও তিনজন আহত হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও হাইওয়ে পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

Exit mobile version