Site icon Jamuna Television

আমেরিকায় চাকরি দেয়ার নামে প্রতারনা, আটক ২

রাজধানীর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করছে সিআইডি। গ্রেফতারকৃতরা হলেন, চাপাইনবাবগঞ্জে আলতাফ হোসেন ও তার সহযোগী চুয়াডাঙ্গা জেলার শরীফুল ইসলাম। সকালে, ব্রিফিংয়ে এতথ্য জানান সিআইডি কর্মকর্তারা।

বলেন, প্রতারক চক্রটি আমেরিকায় চাকরি দেয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করত। এরমধ্যে ২০১৮ সালে আমেরিকায় মসজিদের ইমাম নিয়োগ, বিমান সংস্থাসহ বিভিন্ন কোম্পানিতে লোক নিয়োগের কথা বলে ১২ জনের কাছে প্রায় এক কোটি পঞ্চাশ লাখ টাকা হাতিয়ে নেয়। পরে ক্ষতিগ্রস্তদের মধ্যে শামীম বাশার নামের ব্যক্তি তাদের বিরুদ্ধে মামলা করে। পরে মামলার প্রেক্ষিতে সিআইডি তাদের গ্রেফতার করে।

Exit mobile version