Site icon Jamuna Television

বরিশালে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বরিশালে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বরিশাল ক্লাব মিলনায়তনে শুরু হওয়া প্রতিনিধি সভা চলে বিকেল পর্যন্ত। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু। প্রধান বক্তা ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য তোফায়েল আহম্মেদ।

সভায় বক্তারা বলেন, অর্থনৈতিক মুক্তির যে স্বপ্ন দেখেছিলেন জাতির জনক তা বাস্তবায়নে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশে পদার্পণ করেছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে দলকে আরো সুসংগঠিত করতে হবে। তাই সকল ষড়যন্ত্র প্রতিহত করতে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যে সারা দেশে পর্যাক্রমে প্রতিনিধি সভা করা হচ্ছে।

বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুন, হাফিজ মল্লিক, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, আইন বিষয়ক সম্পাদক স ম রেজাউল করীম প্রমূখ।

সভায় বরিশাল বিভাগের ৬ জেলার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, সংসদ সদস্য, সিটি মেয়র, পৌর মেয়র, জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ আড়াইশ’ প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Exit mobile version