Site icon Jamuna Television

দর্শনা চেকপোস্টে ১৪ হাজার ডলারসহ যাত্রী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার দর্শনা চেক পোস্ট থেকে ১৮ হাজার ইউএস ডলার ও ৪ হাজার ৭ শত ১০ ভারতীয় রুপি এবং একটি ভিভো মোবাইলসহ মিজানুর রহমান (২২) নামের এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে চুয়াডাঙ্গা ৬ বিজিবি। বৃহস্পতিবার সকালে তাকে আটক করা হয়।
আটককৃত মিজানুর রহমান শরিয়তপুর জেলার জাজিরা থানার চরদুপুর বালিয়াকান্দি গ্রামের রতন ব্যাপারীর ছেলে।

দুপুরে চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র ভারপ্রাপ্ত অধিনায়ক নিস্তার আহমেদ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানান, জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা আইসিপি চেকপোস্ট দিয়ে কতিপয় ব্যক্তি প্রায়ই ভারতে গমন করছে এমন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) আইসিপি চেকপোস্টে কর্তব্যরত টহল কমান্ডার হাবিলদার আকরাম হোসেন এর নেতৃত্বে সকাল পৌনে নয়টায় ভারত হতে আসার পথে পাসপোর্ট যাত্রী মিজানুর রহমানকে আটক করা হয়। এসময় তার সাথে থাকা ট্রলি ব্যাগ তল্লাশি করে ১৮ হাজার ইউএস ডলার ৪ হাজার ভারতীয় রুপি এবং একটি ভিভো মোবাইল আটক করা হয়।

আটককৃত ইউএস ডলার এবং ভারতীয় রুপি যা বাংলাদেশি টাকায় ১৫ লক্ষ ১৭ হাজার ৭শ ৪৬ টাকার সমপরিমাণ। আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে ভারতীয় রুপি এবং মোবাইলসহ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

Exit mobile version