Site icon Jamuna Television

ঢাকায় চালু সৌদি আরবের প্রি–অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম

হজযাত্রীদের জন্য প্রথমবারের মতো ঢাকায় চালু হলো সৌদি আরবের প্রি–অ্যারাইভাল ইমিগ্রেশন কার্যক্রম।

বৃহস্পতিবার রাত ১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই কার্যক্রম শুরু হয়।

মক্কার রোড ইনিশিয়েটিভের আওতায় ৪১৯ জন যাত্রী নিয়ে বিমানের বিজি-৩০০৩ ফ্লাইট ঢাকা ছেড়ে যায়। এরই মধ্যে ফ্লাইটটি জেদ্দা পৌঁছে গেছে।

তবে সার্ভার জটিলতায় পূর্বের দুটি ফ্লাইটের সৌদি আরবের ইমিগ্রেশন ঢাকায় করা সম্ভব হয়নি। প্রি–অ্যারাইভাল ইমিগ্রেশন সুবিধার কারণে যাত্রীদের মক্কায় পৌঁছে ৭ থেকে ৮ ঘণ্টা বসে থাকতে হবে না।

Exit mobile version