Site icon Jamuna Television

এরশাদের ডায়ালাইসিস সম্পন্ন, প্রয়োজন রক্তের

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে; জানিয়েছেন তার একান্ত সচিব অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার।

ভোরে তার ডায়ালাইসিস সম্পন্ন হয়েছে। এখন এরশাদের বি পজেটিভ রক্তের প্রয়োজন বলেও জানিয়েছেন তার একান্ত সচিব। তাই রক্ত দিতে ইচ্ছুকদের দ্রুত সিএমএইচে এসে রক্ত দেয়ার আহ্বান জানানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে জানানো হয়, এইচ এম এরশাদের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো কাজ না করায় তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

আজ টানা পাঁচ দিন ধরে অপরিবর্তিত রয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যানের অবস্থা।

এইচ এম এশাদের সুস্থতার জন্য রওশন এরশাদ ও পার্টি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আজ মসজিদে-মন্দিরে দোয়া ও প্রার্থনা করা হবে।

Exit mobile version