Site icon Jamuna Television

তিউনিসিয়ায় ৮৬ অভিবাসী নিয়ে নৌকা ডুবি, উদ্ধার ৪

তিউনিসিয়ায় ৮৬ আশ্রয়প্রার্থী বোঝাই একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত মাত্র ৪ জনকে উদ্ধার করেছে লিবিয়ান কোস্টগার্ড।

বৃহস্পতিবার (০৪ জুলাই) তাদের উদ্ধার করা হয়।

উদ্ধারকৃতরা জানান, সাগরপথে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে রাবারের নৌকায় তাদের লিবিয়া থেকে পাঠানো হয়। ঝড়ের কারণে নৌকাটি ডুবে গেলে নিখোঁজ হয় বেশিরভাগ মানুষ।

এদিকে যুক্তরাষ্ট্র সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকাতে এবার ন্যাশনাল গার্ড বাহিনী মোতায়েন করেছে মেক্সিকো।

বৃহস্পতিবার মোতায়েন করার পর যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তবর্তী সাশিয়েত নদী তীরবর্তী এলাকাগুলোতে অভিযান চালানো হয়। এসময় অর্ধশত অভিবাসন প্রত্যাশীকে আটক করে ন্যাশনাল গার্ড সদস্যরা।

Exit mobile version