Site icon Jamuna Television

আইসিসিকে রোহিঙ্গা নিপীড়নের আনুষ্ঠানিক তদন্তের আহ্বান

রোহিঙ্গা নিপীড়নের আনুষ্ঠানিক তদন্তের আহ্বান জানিয়েছেন কৌসুলি ফেতু বেনসুদা। এজন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের অনুমোদন চেয়ে আবেদনও করা হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) এক ভিডিও বার্তায় তিনি জানান, আইসিসি বরাবর যেকোন একটি কারণের ওপর তদন্তের সুপারিশ করেছেন তিনি। বেনসুদার দাবি, দমন-পীড়ন না হলে ৭ লাখের বেশি সংখ্যালঘু মুসলিম নিজ দেশ ছাড়তে বাধ্য হতো না।

আবেদনটি গৃহীত হলে নির্বিচারে রোহিঙ্গা হত্যাযজ্ঞের তদন্ত করা প্রথম আদালত হবে আইসিসি।

মিয়ানমার আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য না হওয়ায়, গত সেপ্টেম্বরে সিদ্ধান্ত নেয়া হয় বাংলাদেশ সীমান্তে খোলা আশ্রয় শিবিরেই করা হবে তদন্ত। কারণ, আইসিসি’র তালিকাভুক্ত সদস্য বাংলাদেশ।

Exit mobile version