Site icon Jamuna Television

সুনামগঞ্জে আগুনে পুড়ে গেছে ১৪টি দোকান

সুনামগঞ্জ সদরের নীলপুর বাজারে আগুনে পুড়ে গেছে ১৪টি দোকান। তবে, কেউ হতাহত হয়নি।

স্থানীয়রা জানায়, গতরাত সাড়ে এগারটার দিকে বাজারের একটি ওয়ার্কশপে আগুন দেখতে পান তারা। মূহুর্তেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এর আগেই পুড়ে যায় বাজারের ১৪টি দোকান। আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত নয় ফায়ার সার্ভিস।

Exit mobile version