Site icon Jamuna Television

নাটোরে ট্রলি চাপায় শিশু নিহত

নাটোরের বড়াগ্রামে ট্রলি চাপায় উর্মিলা (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার নগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত উর্মিলা একই উপজেলার নগর ইউনিয়নের তালসো গ্রামের আলীম উদ্দিনের মেয়ে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস ও স্থানীয়রা জানায়, সকালে নানার সাথে নিজ বাড়ি তালসো থেকে নগর বাজার এলাকার খালার বাড়িতে বেড়াতে যাচ্ছিল উর্মিলা। তারা নগর বাজার এলাকায় পৌঁছুলে একটি মাটিটানা পাওয়ার ট্রলি পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই উর্মিলা নিহত হয়।

এদিকে দুর্ঘটনার পরই চালক ট্রলি রেখে পালিয়ে গেছে।

Exit mobile version