Site icon Jamuna Television

বিচার ব্যবস্থা আ’লীগের কব্জায়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

দেশের বিচার ব্যবস্থা স্বাধীন নয়; আওয়ামী লীগের কব্জায় চলে গেছে। এমন অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সকালে জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতীকী অনশনে এই অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, জনগণের ঐক্য নিয়ে বিএনপি এই দখলদারি সরকারের পতন ঘটাবে।

এসময় তিনি আরও বলেন, ক্ষমতা চিরস্থায়ী হবে না, অবসান হবে স্বৈরাচারি সরকারের। খালেদা জিয়া রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়রানি করতেই সাজা দিয়েছে সরকার।

একইসাথে বিএনপির এই নেতা রাজপথের আন্দোলন সফল করার আহ্বান জানান নেতাকর্মীদের।

Exit mobile version