Site icon Jamuna Television

মাদ্রাসা মানেই জঙ্গি শিবির নয়: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মাদ্রাসা মানেই জঙ্গি শিবির নয়। যারা সমাজবিরোধী, তাদের কোনো ধর্মের সঙ্গে মিলিয়ে দেখা ঠিক নয়। মাদ্রাসা মানেই ‘টেরোরিস্ট হাব’ তা বলা যায় না।

মমতা বলেন, ধর্মের ভিত্তিতে একজন আরেক জনকে সন্ত্রাসবাদী বলছে, এটা এভাবে বলা ঠিক না। খবর দ্য ওয়ালের।

সম্প্রতি লোকসভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিষেণ রেড্ডি মাদ্রাসা নিয়ে মন্তব্যের জবাবে শুক্রবার বিধানসভায় মমতা এসব কথা বলেন।

কিষেণ রেড্ডি বলেছিলেন, পশ্চিমবঙ্গের একাংশ মাদ্রাসা জঙ্গি কার্যকলাপের আঁতুড়ঘর হয়ে উঠেছে। তার এ মন্তব্যের কড়া সমালোচনা করেন মমতা।

মুখ্যমন্ত্রী বলেন, ‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিষেণ রেড্ডির ওই মন্তব্য বিভ্রান্তিকর, অসত্য ও রাজনৈতিক উদ্দেশপ্রণোদিত। মাদ্রাসা মানেই জঙ্গি শিবির তা বলা যায় না।’

মমতা বলেন, ‘এ বিষয়ে সংসদে প্রশ্ন উঠেছিল। গত ২৮ জুন তার জবাব কেন্দ্র আমাদের থেকে জানতে চেয়েছিল। আমরা জানিয়েছি, প্রশ্নই ওঠে না। কিন্তু আমাদের জবাব না দিয়ে কেন্দ্র নিজেদের মতো করে যা ইচ্ছে বলছে। এটা ঠিক না।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘যদি কোথাও কোনো ঘটনা ঘটে তাহলে কেন্দ্র আমাদের জানাতে পারে। আইন সবার জন্য এক। কেউ দোষ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কিন্তু ধর্মের নামে ভেদাভেদ করা ঠিক না।’

Exit mobile version