Site icon Jamuna Television

সার্ভার জটিলতায় চট্টগ্রাম কাস্টমসে পণ্য খালাস বন্ধ

সার্ভার জটিলতার কারণে বন্ধ রয়েছে চট্টগ্রাম কাস্টমসের পণ্য খালাস।

শুক্রবার রাত থেকেই বন্ধ রয়েছে কাস্টমসের সার্ভার। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সার্ভার আপডেটের কাজ শুরু হয়। ফলে সাময়িক বন্ধ রয়েছে সার্ভার।এ কারণে বন্দরের আমদানীকৃত পণ্যের শুল্কায়ন কার্যক্রমও বন্ধ রয়েছে। তবে দ্রুততম সময়ে সমস্যা সমাধান করে সার্ভার চালুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

Exit mobile version