Site icon Jamuna Television

১৯ দিন ধরে খুলনা-বরিশালের বাস চলাচল বন্ধ

বরিশাল-ঝালকাঠি বাস মালিক সমিতির বিরোধের জেরে টানা ১৯ দিন ধরে বাগেরহাটের ওপর দিয়ে উত্তরবঙ্গসহ খুলনা ও বরিশালের বাস চলাচল বন্ধ রয়েছে।

উত্তরবঙ্গসহ খুলনা থেকে ছেড়ে আসা বরিশাল-বরগুনা-পটুয়াখালী, কুয়াকাটা, পাথরঘাটাগামী দূরপাল্লার বাসগুলো বাগেরহাট-পিরোজপুর অতিক্রমের পর এসব গাড়ি আটকে দিচ্ছে ঝালকাটি বাস মালিক সমিতির নেতারা। গত ১৯ দিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় সীমাহীন ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। জীবনের ঝুঁকি নিয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে মোটরবাইক, নছিমন, করিমনসহ হিউম্যান হলারে করে চলতে হচ্ছে যাত্রীদের।

Exit mobile version